ব অবাক হয়েছিলাম যখন জেনেছিলাম, মা–বাবা কখনো কোথাও ঘুরতে যাননি। আর কক্সবাজারে সমুদ্র দেখা—সে তো বিস্তর কল্পনা।
কখনো যদি মাকে জিজ্ঞেস করেছি, ‘তুমি সমুদ্র দেখেছ?’ উত্তরে বলতেন, ‘হুমম, টিভিতে কত দেখেছি।’
বাবার বয়স ৭০ পার হয়েছে। মায়ের ৬০ ছুঁই ছুঁই। এই এত বয়সেও কোনো মানুষ নিজের চোখে সমুদ্র দেখেনি, এটা আমি কোনোভাবেই হজম করতে পারলাম না। আমরা তো শিক্ষা সফরে, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্... https://purostoma.blogspot.com/